Saturday, December 7, 2013

if u want fresh heair

if u want fresh heair

Photo: শ্যাম্পু করার কিছু সতর্কতা

চুলকে সুন্দর, সুস্থ্য এবং স্বাভাবিক রাখা বর্তমান সময়ে খুবই কঠিন একটি কাজ। বাইরের ধূলোবালি আর দূষণের কারণে প্রতিদিনই চুলের ব্যপক ক্ষতি সাধিত হয়। এর সাথে আমাদের নিজেদের কিছু অসাবধানতা সেই মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। তাই আগে থেকেই সাবধান হতে জেনে নিই শ্যাম্পু করার আগে কিছু প্রয়োজনীয় টিপস্‌।

    চুল ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হলে শ্যাম্পু করার পূর্বে চুল ভালভাবে ভিজিয়ে নিন। শ্যাম্পু সরাসরি চুলে না দিয়ে আগে হাতের তালুতে ঘষে নিন। তারপর সারা চুলে প্রয়োগ করুন। পুরো চুলে ফেনা করা হয়ে গেলে ৩০ সেকেন্ডের মধ্যেই ধুয়ে ফেলুন।

    শ্যাম্পু করার পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা দীর্ঘস্থায়ী হয়।

    চুল পুরোপুরি না শুকানোর আগ পর্যন্ত চুল আচরাবেন না।

    চুলে কালার করলে কমপক্ষে ৪৮ ঘন্টা পর শ্যাম্পু করুন। এতে কালার দীর্ঘস্থায়ী হবে।

    আপনাকে যদি চুল ঠিক রাখতে অধিক হারে কন্ডিশনার, জেল, হেয়ার স্প্রে ইত্যাদি প্রসাধনী ব্যবহার করতে হয় তবে চুলের pH কমে গিয়ে ক্ষতি হতে পারে। এজন্য সপ্তাহে একবার ১ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে শ্যাম্পু করুন। চুল ঠিক থাকবে।

    চুলের ব্যান্ড ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সফট্‌ এবং কোটেড রাবার ব্যান্ড ব্যবহার করুন। এতে চুলের উপর চাপ কমবে।

    মাঝে মাঝে শ্যাম্পু করার আধা ঘন্টা আগে মেয়োনিজ দিয়ে চুলকে কন্ডিশন করে নিন। এতে চুল সন্দর ও ঝরঝরা থাকবে।


ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না। তাই পোস্ট ভাল
লাগলে লাইক দিয়েশেয়ার করে পেজে একটিভ থাকুন।

No comments:

Post a Comment